সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৫ মে, ২০২২

মজুদ ২৯৫০০ লিটার, জরিমানা ২০৫০০০ টাকা

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলায় পাঁচটি প্রতিষ্ঠানের গোডাউনে অবৈধভাবে মজুদ করার অভিযোগে পৃথক অভিযানে ২৯ হাজার ৫০০ লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেল জব্দ করেছে প্রশাসন। পাশাপাশি ছয়টি প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, শনিবার দুপুরে উপজেলার ঘোষগাঁতী পাটবন্দরের পাইকারি মুদি দোকান মালিক স্বপন দত্তের গোডাউন থেকে ১২ হাজার ৫০০ লিটার এবং অশোক সরকারের গোডাউন থেকে ১৪ হাজার লিটার অবৈধভাবে মজুদকৃত বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়। এ সময় দুই ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

পাশাপাশি জব্দকৃত এসব তেল বোতলের গায়ে লেখা দামে বিক্রির ঘোষণা দেওয়া হয়।

এ ছাড়া আলাদা অভিযানে শহিদুল ইসলাম নামের অপর এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অন্যদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তিন হাজার লিটার খোলা ও বোতলজাত সয়াবিন তেল জব্দ এবং ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি তেল জব্দ ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close