নিজস্ব প্রতিবেদক

  ২৮ অক্টোবর, ২০২১

মির্জা ফখরুলের দাবি

কুমিল্লার ঘটনাকে ব্যবহার করছে সরকার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, সরকার দেশে পূজাম-পে হামলার ঘটনাগুলোর মামলা বিএনপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। প্রত্যেক বিভাগে দুর্নীতির কারণে প্রশাসনের অব্যবস্থাপনা ও নজরদারির অভাব স্পষ্ট হয়েছে। দুর্গোৎসবকে কেন্দ্র করে সারা দেশে বিরোধী দলকে নির্মূল করতে চাইছে সরকার।

গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এ দাবি করেন।

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, ‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে সরকারের এজেন্সিগুলো এসব ঘটনা ঘটিয়েছে। মূলত দেশের মানুষের যে সংকট, সে সংকট থেকে মানুষের দৃষ্টি ফেরাতে এসব ঘটনা ঘটানো হয়েছে। আর মামলা দেওয়া হচ্ছে বিএনপির নেতাকর্মীদের নামে। এগুলো করা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের হয়রানি ও মামলাবাণিজ্য করার জন্য।’

বিএনপির মহাসচিব বলেন, ‘নোয়াখালীর ঘটনায় আসামি ফয়সালকে দিয়ে আমাদের দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নাম বলিয়েছে। এ কথা ওই এলাকার কেউ বিশ্বাস করবে না যে, তিনি এ কাজ করেছেন।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘দুর্গাপূজার ঘটনায় যা মামলা হয়েছে তার মধ্যে বিএনপিরই ১৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত পূজাম-পে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য। বরকত উল্লাহ বুলুসহ যাদের নামে মামলা করা হয়েছে, তারা কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নন। বিএনপির নেতাকর্মীরা যাতে সামনের নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের জড়ানো হয়েছে।’

বিএনপির নেতাকর্মীদের নামে যেসব মামলা হয়েছে সব মামলা প্রত্যাহার করে নেতাকর্মীদের মুক্তি দেওয়ার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এ ঘটনায় যারা জড়িত, যারা মূল ইন্ধনদাতা, তাদের দ্রুত গ্রেপ্তার করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনুন।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘কুমিল্লার ঘটনায় ইকবাল হোসেন গ্রেপ্তার-সাজানো নাটক। এ বিষয়ে কুমিল্লার সবাই বলছে, আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে এ ঘটনা।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এবার নির্বাচনের আগে থেকেই অতিদ্রুত মামলাগুলো শেষ করতে চায়, যাতে বিএনপি নেতারা নির্বাচনে অংশ নিতে না পারেন। কিন্তু, এবার আমরা নির্বাচন নিয়ে চিন্তাই করছি না। আমাদের দাবি-এ সরকার আগে পদত্যাগ করতে হবে। তারপর একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন হবে, সে নির্বাচন কমিশন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close