কক্সবাজার ও বরগুনা প্রতিনিধি

  ২৩ জানুয়ারি, ২০২১

কক্সবাজার, বরগুনা

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু ৩ জনের

কক্সবাজারের মহেশখালী এবং বরগুনার পাথরঘটায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। নিহতরা হলোন আহসান (১২), এরশাদ (১০) ও শাহজাহান (৫৫)। এদিকে বরগুনায় এক কিলোমিটার এলাকাজুড়ে বিষাক্ত গ্যাস অ্যামোনিয়া ছড়িয়ে পড়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। উদ্ধারকারী টিম ফায়ার সার্ভিস স্টেশনের দুজনও গুরুতর অসুস্থ হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় মাতারবাড়ী উচ্চবিদ্যালয়ের মাঠে ও পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মোল্লা বরফ মিলে গত বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার : মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের আজিজিয়া মাদ্রাসায় বার্ষিক সভার শেষ দিনে গতকাল মাতারবাড়ী উচ্চবিদ্যালয়ের মাঠে মেলা বসে। এতে এক বেলুন বিক্রেতা বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎ গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ হয়। এতে দুজনের মৃত্যু হয়। আহত হন ১০ জন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

আহতরা হলেন মাতারবাড়ী বলিরপাড়া এলাকার কাইছারুল ইসলামের ছেলে জিহাদুল ইসলাম, কালারমারছড়া ইউনিয়নের নুর মোহাম্মদের ছেলে মারুফ, মাতারবাড়ী সিকদারপাড়ার ফরিদুল আলমের ছেলে সাদেকুল ইসলাম রাহাত, আবদুল মোনাফ তুহিন, জসিমের ছেলে শেকাব উদ্দীন, মগডেইলের আবদুল মন্নান, পশ্চিম সিকদারপাড়ার বদনের ছেলে জয়নাল, শাপলাপুরের নুরুল হকের ছেলে আক্কাস ও শাপলাপুর জেএমঘাটের কবির আহমদের ছেলে নুরীসহ ১০ জন। মহেশখালী থানার ওসি আবদুল হাই জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

বরগুনা : গত বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে হঠাৎ মোল্লা বরফ মিলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে বরফ কলের মিস্ত্রি শাহাজাহান নিহত হন। তার বাড়ি পিরোজপুর জেলায়। এ সময় কর্মরত সবাই কমবেশি আহত হন। এ ঘটনায় অন্তত এক কিলোমিটার এলাকাজুড়ে বিষাক্ত গ্যাস অ্যামোনিয়া ছড়িয়ে পড়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। উদ্ধারকারী টিম ফায়ার সার্ভিস স্টেশনের দুজনও গুরুতর অসুস্থ হয়েছেন। ঘটনার পরপরই বরগুনার-২ আসনের সাংসদ শওকত রহমান রিমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা, পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ সাহাবুদ্দিন হাসপাতালে গিয়ে আহতদের দেখে এসেছেন। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবুল ফাতাহ জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহত ১০ জনকে বরিশাল শেরেবাংলা হাসপাতালে পাঠানো হয়েছে। পাথরঘাটা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মারুফুজ্জামান জানান, সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। তবে গ্যাসের তীব্র বিষাক্ত গন্ধে আমরা কাছে ভিড়তে পারিনি। এ সময় আমাদের দুজন ফায়ার কর্মীও অসুস্থ হয়ে পড়েন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close