আদালত প্রতিবেদক

  ১৯ অক্টোবর, ২০২০

আগাম জামিন চান নিক্সন চৌধুরী

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, দায়িত্বরত কর্মকর্তাকে গালি ও হুমকি দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশনের মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গতকাল রোববার আবেদনটি জমা দেওয়া হয়েছে বলে তার আইনজীবী এম মঞ্জুর আলম জানিয়েছেন।

তিনি বলেন, ‘আইনজীবী শাহদীন মালিক আমাদের আবেদনটি জমা দিয়েছেন। বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের বেঞ্চে আবেদনটির শুনানি হতে পারে।’

কী যুক্তিতে আগাম জামিন চাওয়া হয়েছে জানতে চাইলে মঞ্জুর আলম বলেন, ‘আবেদনটি এখন সাবজুডিস (বিচারাধীন বিষয়) মেটার, তাই সেটি এখন বলতে চাচ্ছি না।’

ফরিদপুরের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম গত বৃহস্পতিবার সকালে চরভদ্রাসন থানায় সংসদ সদদ্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে এ মামলা করেন। এজাহারে বলা হয়, গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলার উপনির্বাচনে কেন্দ্রভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করায় জেলা প্রশাসক অতুল সরকারকে ফোন করে কৈফিয়ত দাবি করেন সংসদ সদস্য নিক্সন। তার সমর্থিত প্রার্থী পরাজিত হলে মহাসড়ক অবরোধ করার ‘হুমকি’ দেন এবং ‘অশোভন আচরণ’ করেন। অবশ্য সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার দাবি, হুমকি দেওয়ার যে অডিও ফেসবুকে ভাইরাল হয়েছে, তা ‘সুপার এডিটেড’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close