নিজস্ব প্রতিবেদক

  ১৮ জানুয়ারি, ২০২০

পূজার দিন ভোটের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে একই সঙ্গে সরস্বতী পূজা ও ভোটগ্রহণে সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশন। সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল শুক্রবার সকালে মগবাজার শের-ই-বাংলা স্কুলের সুবর্ণজয়ন্তীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন ও সরস্বতী পূজা একই দিন হলেও বিষয়টি নির্বাচন কমিশনের। এখানে আমাদের কিছু করার নেই। তারা যেভাবে চাইবে আইনশৃঙ্খলা বাহিনী সেভাবেই কাজ করবে। নির্বাচন ও পূজা উপলক্ষে কোনো হুমকি নেই।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেই প্রতি বছর ১ জানুয়ারি সারা দেশের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে সাক্ষরতার

হার ৭৩ শতাংশে উপনীত হয়েছে।

সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. আবদুস সাত্তার, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি সুফি সুলতান আহমেদ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close