প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৮ সেপ্টেম্বর, ২০১৮

সড়ক দুর্ঘটনায় নিহত ২

সড়ক দুর্ঘটনায় বগুড়া ও টাঙ্গাইলে দুজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর

শেরপুর : বগুড়ার শেরপুরে গতকাল শুক্রবার বাসের চাপায় বাসের চেইন মাস্টার দীপক ঠাকুরের (৭৫) মৃত্যু হয়েছে। দীপক ঠাকুর পৌর শহরের স্যানালপাড়ার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, ধুনট উপজেলার গোসাইবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস থেকে চেইনের টাকা নেওয়ার জন্য চেইন মাস্টার দীপক বাসের কাছে যান। এ সময় বাসটির চালক বেপরোয়া গতিতে সামনের দিকে গাড়ি টান দেন। এ সময় বাসের ধাক্কায় পাসহ শরীরের একটা অংশ বাসের চাপায় থেঁতলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। শেরপুর থানার এএসআই ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি আটক করলেও চালক ও সহকারীদের আটক করা যায়নি।

টাঙ্গাইল: টাঙ্গাইল-আরিচা মহাসড়কের দেলদুয়ার উপজেলার ভুরভুরিয়া নামক স্থানে গাড়িচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ছোরহাব আলী (৮০)। তার বাড়ি দেলদুয়ার উপজেলার বাথুলী গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল-আরিচা মহাসড়কের দেলদুয়ার উপজেলার ভুরভুরিয়া নামক স্থানে শুক্রবার সকালে গাড়িচাপায় এই বৃদ্ধ ব্যক্তি নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশাটি উদ্ধার করে দেলদুয়ার থানায় নিয়ে আসে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য দেলদুয়ার থানা পুলিশ মর্গে রাখা হয়েছে। দেলদুয়ার থানার ওসি জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close