নিজস্ব প্রতিবেদক

  ০১ মে, ২০১৮

‘পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে’

৩২ হাফেজ চূড়ান্ত পর্বে নির্বাচিত

‘পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে’ রিয়েলিটি শো এবারের পর্বে ৩২ জন হাফেজকে চূড়ান্তভাবে নির্বাচন করেছে। এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি আগামী ১ রমজান থেকে এনটিভিতে সম্প্রচারিত হবে। গতকাল সোমবার রাজধানীর তেজগাঁও এনটিভির স্টুডিওতে এক অনুষ্ঠানের মাধ্যমে তা জানানো হয়।

এ অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম বলেন, এ রকম অত্যন্ত প্রতিয়োগিতাপূর্ণ। অনুষ্ঠানে সেরা হওয়া খুব ভাগ্যের ব্যাপার। যারা সেরা হবে, তারা দেশের মেধাবী সন্তান। এদের সঠিক মূল্যায়ন করা উচিত।

অনুষ্ঠানে বক্তারা জানান, পিএইচপি গ্রুপের পৃষ্ঠপোষকতায় কোরআনের আলো ফাউন্ডেশন ২০০৯ সাল থেকে দেশের ৬৪ জেলা ও দেশের বাইরে প্রবাসীদের সন্তানদের মধ্য থেকে কোরআনের হাফেজদের বাছাই করছেন। ইতোমধ্যে অনুষ্ঠানটি দেশে ও বিদেশে সুনাম অর্জন করেছে। গত ১০ বছর যাবৎ হিফজুল কোরআনভিত্তিক দেশের প্রথম ও সবচেয়ে বড় ইসলামী রিয়েলিটি শো ‘পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে’ অনুষ্ঠানটি হয়ে আসছে। এ বছরের জানুয়ারিতে এ শোয়ের প্রাথমিক বাছাই শুরু হয়। এবারে প্রায় ৫০ হাজার হাফেজ অংশগ্রহণ করেন। এ ছাড়া নির্বাচিত হাফেজরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি ও পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, মোটবাড়ি উপজেলার সংসদ সদস্য রোস্তম আলী ফরাজী, বিজিএমইর সাবেক সভাপতি আতিকুর রহমান, রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেডের গ্রুপ ডিরেক্টর নিয়াজ রহিম ও অনুষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা মওলানা আবু ইফসুফ ও মহাসচিব মুফতি মুহম্মদ মহিউদ্দিন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist