ঝিনাইদহ প্রতিনিধি

  ২১ জানুয়ারি, ২০১৮

বাসে সোনা ডাকাতি

মহেশপুরে ওসি প্রত্যাহার

ঝিনাইদহের মহেশপুরে সোনারতরী পরিবহন নামক বাসে ডাকাতি ও পরবর্তীতে সোনা উদ্ধারের ঘটনায় মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে খুলনা রেঞ্জ অফিসে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জানা গেছে, ৪ জানুয়ারি মধ্যরাতে মহেশপুরের পুরন্দরপুর নামক স্থানে সোনারতরী পরিবহনের বাসে পুলিশ পরিচয়ে কতিপয় ব্যক্তি ৬৫ পিস সোনার বার ডাকাতি করে। বিষয়টি জানাজানি হওয়ার পর নড়েচড়ে বসে জেলা পুলিশ। ঘটনাকে সামনে রেখে মহেশপুর থানায় একটি ডাকাতি মামলা হয়। এরপর তদন্তে নামে জেলা পুলিশ। অনুসন্ধান চালিয়ে ঘটনার দিন সোনারতরী বাসে অভিযান চালানো হাইওয়েতে ডিউটিরত পুলিশ সদস্যদের শনাক্ত করা হয়।

পরবর্তীতে গত বৃহস্পতিবার ঢাকা গাবতলী সোনারতরী পরিবহন কাউন্টার থেকে কোটচাঁদপুর পোস্ট অফিস পাড়ার আবুল কাশেমের ছেলে আশরাফুল আলম পটলা (৪৮) ও একই এলাকার আদর্শ পাড়ার মৃত মিজানুর রহমানের ছেলে হারুনুর রশিদ ওরফে মিলনকে (২৮) আটক করে পুলিশ। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist