বাপ্পী মজুমদার, বরিশাল

  ১৩ জুন, ২০১৮

বরিশাল-গোপালগঞ্জ মহাসড়ক

পয়সারহাট ব্রিজের পাশে ফাটল ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা

বরিশাল-পয়সারহাট-গোপালগঞ্জ মহাসড়কের সংস্কার কাজ শেষ হতে না হতেই পয়সারহাট ব্রিজের পাশে বড় ফাটল ও গর্ত হওয়ায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। রাতের অন্ধকারে ঘটছে দুর্ঘটনা। বৃষ্টিতে গর্ত আরো বড় আকার ধারণ করে ঈদের যানবাহন চলাচল বন্ধ হওয়ার উপক্রম হতে পারে। বরিশাল সড়ক ও জনপদ বিভাগের (সওজ) উপ-সহকারী প্রকৌশলীর সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কের এ সমস্যার সারাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

সওজ সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ সড়কটি মহাসড়কের উন্নিত হয়। চারদলীয় জোট সরকার ক্ষমতায় এলে রাজনৈতিক প্রকল্প দেখিয়ে এ মহাসড়কের সংস্কার ও উন্নয়ন কাজ বাতিল করে দেয়। মহাজোট সরকার ক্ষমতায় এসে ২০০৯ সালে বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া-পয়সারহাট মহাসড়ক নির্মাণ কাজ শুরু করে ২০১৪ সালে কাজ শেষ করে। বরিশাল অংশের ১৬ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ২০১৮ সালের ২৩ কোটি টাকা ব্যয়ে টেন্ডার আহ্বান করেন বরিশাল সওজ বিভাগ।

সূত্র আরো জানায়, টেন্ডারে বরিশালের ঠিকাদার প্রতিষ্ঠান এমখান গ্রুপ নামে প্রতিষ্ঠান কাজটি পায়। ঠিকাদার প্রতিষ্ঠান দুই মাস পূর্বে কাজ শুরু করে। বাইপাস সড়ক বাদে সব কাজ শেষ করে ঠিকাদার। কিন্তু পয়সারহাট খালের ওপর ব্রিজের পাশের ছোট গর্তটি ভরাট করে ঠিকাদার কোনো রকমে কাজ শেষ করে। কাজ শেষের কয়েকদিন পরে সেখানে বড় ফাটল ও গর্তের সৃষ্টি হয়। ওই স্থান দিয়ে রাতের অন্ধকারে গাড়ি চলাচল করতে গিয়ে ঘটছে অহরহ দুর্ঘটনা।

এ ব্যাপারে সওজ উপ-সহকারী প্রকৌশলী এম এ হানিফ প্রতিদিনের সংবাদকে বলেন, ‘ব্রিজের পাশে গর্ত ও ফাটলে কথা আমি শুনেছি। ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist