
ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখল মুম্বাই

অনিশ্চয়তায় ভরপুর আইপিএলে নিশ্চিন্ত থাকার যেন সুযোগ নেই। বল হাতে শুরু থেকেই লক্ষ্ণৌকে চাপে রাখে রোহিত শর্মার দল। বিশেষ করে আকাশ মাধওয়াল যেন এদিন ভয়ঙ্কর হয়ে উঠেন। মুম্বাইয়ের ডানহাতি এই পেসার ৫ রানেই তুলে নিলেন ৫ উইকেট। দাপুটে জয়ে লক্ষ্ণৌকে হারিয়ে ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখলো মুম্বাই।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের বুধবার (২৪ মে) রাতের ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৮২ রানের সংগ্রহ গড়ে মুম্বাই। যে রানে মূল অবদান ক্যামেরন গ্রিনের ৪১ আর সূর্যকুমার যাদবের ৩৩। লক্ষ্ণৌর হয়ে ৩৮ রানে ৪ উইকেট নেন নাভিন উল হক।
১৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই মাধওয়ালের শিকার হয়ে ফেরেন লক্ষ্ণৌ ওপেনার প্রেরাক মানকড়। শুরুর এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি ক্রুনাল পান্ডিয়ার দল। মাধওয়ালের পেস-তোপ আর একের পর এক রানআউটে কাটা পড়ে ১৬.৩ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় লক্ষ্ণৌ। এ নিয়ে টানা দ্বিতীয় মৌসুমে এলিমিনেটর থেকে বিদায় নিল লক্ষ্ণৌ।
পিডিএস/এমএইউ