reporterঅনলাইন ডেস্ক
  ২০ অক্টোবর, ২০১৯

মন্ত্রী হলে কি মেনন এ কথা বলতেন : কাদের

নির্বাচন নিয়ে রাশেদ খান মেননের বিতর্কিত বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রশ্ন রেখে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রী হলে কি তিনি (মেনন) এ কথা বলতেন?’

রোববার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একথা বলেন।

গতকাল শনিবার বরিশালে এক অনুষ্ঠানে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আমিও নির্বাচিত হয়েছি। তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।’

মেননের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার বা দলের পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে তার সঙ্গে কোন আলাপ হয়নি। তিনি কী বলেছেন, সেটা মিস কোটেড (ভুল উদ্ধৃতি) হয়েছে কিনা সেটাও জানার বিষয় আছে। তার কাছ থেকে জানাটা দরকার। আর যদি তিনি বলেই থাকেন, তাহলে আমার প্রশ্ন হচ্ছে এত দিন পরে কেন? এই সময়ে কেন?’

তিনি বলেন, ‘নির্বাচনটা তো অনেক আগেই হয়ে গেছে। আমার আরেকটা প্রশ্ন সবিনয়ে, উনি একজন সিনিয়র লিডার- মন্ত্রী হলে কি তিনি এ কথা বলতেন? আর কোন কিছু বলতে চাই না।’

আপনারা কী আনুষ্ঠানিকভাবে তার কাছে বক্তব্যের বিষয়ে জানতে চাইবেন- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম সাহেব, তার কাছে আমরা জানতে চাইব।’

রাশেদ খান মেননের নাম ক্যাসিনো ক্লাবের সঙ্গে জড়িত হওয়ায় আক্ষেপ থেকে তিনি এ ধরনের কথা বলেছেন কি না- এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সেটা তাকে জিজ্ঞাসা করুন। তিনি ক্যাসিনোকাণ্ড সময়ে কেন এ কথা বললেন? এর আগে বললেন না কেন? যখন ইলেকশন হলো ইলেকশনের পরে তো বলতে পারতেন! আমি ওই প্রসঙ্গে যাব না।’

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ওবায়দুল কাদের,রাশেদ খান মেনন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close