reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি, ২০২৪

গভীর ঘুম স্নায়ুরোগের দারুণ ওষুধ

ছবি : সংগৃহীত

স্নায়ুরোগের নানা সমস্যার সমাধান হতে পারে শুধু ভাল করে ঘুমিয়েই, এমনই মত এ সংক্রান্ত একটি সমীক্ষার।

বিশেষজ্ঞেরা বলছেন,স্নায়বিক যে কোনও সমস্যাই ভাল ঘুমের মাধ্যমে মিটিয়ে ফেলা যায়।

অনেকের মধ্যেই কম ঘুমিয়ে বেশি সময় জেগে থেকে কাজ করার একটা প্রবণতা থাকে। অনেকে মনে করেন, বেশি ঘুম আলস্যের লক্ষণ। বোধ হয়, একটু কম ঘুমনোই ভাল। চিকিৎসকেরা জানাচ্ছেন, এ ধারণা ভুল। বরং ভাল ঘুম অনেক রোগেরই উপশমের কারণ হতে পারে।

চিকিৎসকেরা জানান, অনেকেরই মাথাব্যথার সমস্যা থাকে। সঙ্গে ডাবল ভিশন বা ব্ল্যাক আউটের মতো উপসর্গও কারও-কারও দেখা যায়। তারা বলছেন,খুব শান্ত নিশ্চিন্ত গভীর ঘুমেই মিটে যেতে পারে এই সব সমস্যা।

চিকিৎসকেরা জানাচ্ছেন, ইদানীং মানুষ স্মার্টফোনের অতি ব্যবহারে অভ্যস্ত। এর জন্যেও ঘুরপথে ঘুমের ব্যাঘাত ঘটে। স্নায়ুর সমস্যা হয়। চোখের সমস্যা হয়। স্পাইনাল কর্ডেরও সমস্যা হয়। খুব গভীর ঘুমের মাধ্যমে অন্তত ফোনজনিত এই চোখ ও স্নায়ুর সমস্যাও মিটিয়ে ফেলা যেতে পারে। সূত্র : জিনিউজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গভীর ঘুম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close