reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি, ২০২৪

এই ফেস প্যাক নিজেই বানিয়ে নিন

ছবি : সংগৃহীত

শীতে ত্বক এমনিতেই বেশ ফ্যাকাসে দেখায়। তার উপর সঠিক যত্নের অভাবে বা রোদের তাপে ত্বক হয়ে পড়তে পারে লাবণ্যহীন ও রুক্ষ। ত্বকের সৌন্দর্য ফিরিয়ে আনতে খুব বেশি পরিশ্রম করতে হবে এমন নয়। ঘরোয়া একটি ফেস প্যাক ব্যবহার করেই কিন্তু ত্বকে জৌলুস নিয়ে আসতে পারেন। বাজারে পাওয়া যাচ্ছে হরেক জাতের কমলা। কমলার খোসা আর গোলাপজল মিশিয়েই চটজলদি বানিয়ে ফেলতে পারেন ফেস প্যাক।

কমলার খোসায় থেকে ভিটামিন সি ত্বকের কোলাজেনের উৎপাদন বাড়াতেও সহায়তা করে। ফলে ত্বক হয় দীপ্তিময়। অন্যদিকে গোলাপজলে থাকা ভিটামিন ও মিনারেল ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও গোলাপজল ত্বকের পিএইচ ভারসাম্য ধরে রাখতে সাহায্য করে এবং আর্দ্রতার মাত্রা বজায় রাখে।

যেভাবে বানাবেন ফেস প্যাক

একটি পাত্রে ২-৩ চামচ কমলার খোসার গুঁড়া নিন। পরিমাণ মতো গোলাপজল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ত্এবক পরিসষ্কার করে নিন ব্যবহারের আগে। প্যাকটি ত্বকে ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। শেষে ময়শ্চারাইজার লাগিয়ে নিন। সপ্তাহে একদিন এই ফেস প্যাক ব্যবহার করুন ত্বকে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফেস প্যাক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close