reporterঅনলাইন ডেস্ক
  ২৪ অক্টোবর, ২০১৮

সন্তানের বেড়ে উঠায় মায়েদের করণীয়

শিশুরা নিষ্পাপ, কোমল হৃদয়ের, কাঁচা মাটির মতো। আপনি যেভাবে তাকে গড়ে তুলবেন সেভাবেই সে বেড়ে উঠবে। শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে অভিবাবক বিশেষ করে মায়েদের ভূমিকা বেশি থাকে। এজন্য আপনাকে হতে হবে অনেক বেশি দায়িত্বশীল। সন্তানকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কিছু জরুরি পরামর্শ।

►বাচ্চারা অনুকরণ প্রিয় হয়। তাদের সামনে কখনো সমালোচনা, পরচর্চা করবেন না। তাদের কাজের প্রশংসা করুন এবং অন্যের ভালো কাজের প্রশংসা করতে শেখান।

►বর্তমান যুগে অধিকাংশ নারী ঘরে-বাইরে সমানতালে কাজ করেন। তাই বলে সন্তানের প্রতি অবহেলা করা যাবে না। নিজের এবং সন্তানের যত্ন নিবেন।

►পরীক্ষার জন্য পড়া জমিয়ে রাখা যাবে না। নিয়মিত পড়ালেখা করাতে হবে। তাই বলে সারাদিন পড়ার টেবিলে বসিয়ে রাখবেন না।

►নিজের কাজ নিজেকে করতে শেখান। পড়ালেখা শেষ হলে নিজের বই, খাতা, পেন্সিল নিজেকে গোছাতে দিন।

►সন্তানের সামনে কখনো স্বামী-স্ত্রী ঝগড়া করবেন না। এতে সন্তানের উপর নেতিবাচক প্রভাব পড়ে।

►তাকে শুধুমাত্র পড়ার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। নিয়মিত খেলাধূলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডেও নিয়োজিত রাখবেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মায়েদের করণীয,সন্তান,সন্তানের যত্ন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close