reporterঅনলাইন ডেস্ক
  ০৭ মে, ২০২১

কাতারের প্রভাবশালী অর্থমন্ত্রী গ্রেপ্তার

কাতারের অর্থমন্ত্রী আলি শেরিফ আল-এমাদিকে দুর্নীতির দায়ে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ক্ষমতা ও রাষ্ট্রীয় তহবিলের সম্পদ অপব্যহারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কিউএনএ তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

অবশ্য প্রভাবশালী ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনা কাতারে এটাই প্রথম নয়। এর আগেও দুর্নীতির মামলায় বড় বড় কর্তা ব্যক্তিদের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে দেশটিতে। তবে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমলে এটাই প্রথম প্রভাবশালী কোনো ব্যক্তির গ্রেপ্তারের ঘটনা।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এক বার্তায় জানিয়েছে, অ্যাটর্নি জেনারেলের নির্দেশে অর্থমন্ত্রী আলি শেরিফ আল-এমাদিকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার ও জনগণের অর্থ তছরুপ করার মতো অপরাধের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

এমাদি ২০১৩ সাল থেকে কাতারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। কাতার এয়ারওয়েজের নির্বাহী বোর্ড ও কাতার ন্যাশনাল ব্যাংকের সভাপতি তিনি। সূত্র : এএফপি

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দুর্নীতি,কাতারের অর্থমন্ত্রী,আলি শেরিফ আল-এমাদি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close