reporterঅনলাইন ডেস্ক
  ২৬ ফেব্রুয়ারি, ২০২১

রমজানের তারিখ ঘোষণা করল ইন্দোনেশিয়া

পবিত্র রমজান মাসের তারিখ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া। দেশটির মোহাম্মাদিয়া অর্গানাইজেশনের প্রধান কার্যালয় জ্যোতির্বিদ্যা-সংক্রান্ত গণনার মাধ্যমে ১৪৪২ হিজরির রমজানের প্রথম তারিখ ঘোষণা করেছে।

সংস্থাটি জানায়, ইন্দোনেশিয়ায় ১৩ এপ্রিল রমজান শুরু হবে। পাশাপাশি আরববিশ্বেও একই দিন রোজা শুরু হবে বলে তারা প্রত্যাশা করেন। তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ কিছু দেশে ১৪ এপ্রিল রমজান শুরু হবে বলে জানিয়েছে হামারিওয়েব ডটকম।


আরও পড়ন : ফোনালাপ : সৌদি বাদশার সঙ্গে যে কথা হলো বাইডেনের


সিএনবিসি ইন্দোনেশিয়া ডটকমের তথ্য মতে, জ্যোতির্বিজ্ঞানের গণনার উপর ভিত্তি করে মোহাম্মদিয়া অর্গানাইজেশনের কেন্দ্রীয় কার্যালয় ১৪৪২ হিজরির রমজান শুরুর দিন ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী ১৪৪২ হিজরি সালের রমজান মাস ২০২১ সালের ১৩ এপ্রিল, মঙ্গলবার শুরু হতে যাচ্ছে।

এই গণনা অনুসারে, ১৪৪২ হিজরির শাওয়াল মাস শুরু হচ্ছে ১৩ মে, বৃহস্পতিবার। অর্থাৎ এই দিনে ঈদুল ফিতর পালিত হবে। এছাড়াও তাদের গণনা হিসাবে জিলহজ মাসের সূচনা হবে ২০২১ সালের ১১ জুলাই, রোববার।

আরাফার দিন হবে (৯ জিলহজ ১৪৪২ হিজরি) ১৯ জুলাই, সোমবার এবং কোরবানি ঈদ পালিত হবে (১০ জিলহজ) ২০ জুলাই, মঙ্গলবার।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রমজান,ইন্দোনেশিয়া,জ্যোতির্বিজ্ঞান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close