আবরার হুসাইন স্বজন

  ০৯ অক্টোবর, ২০২০

ফিরিয়ে দাও প্রাণের ইতিহাস

মাথায় এক চকচকে লাল সালু বেঁধে

বেরিয়েছি ইতিহাসের খোঁজে

হাজার বছরের ইতিহাস...

আমি কোথাকার, কোন্ দুঃসাহসী প্রাণের মাঝে

অঙ্কুরিত আমার প্রাণের সাজ।

পঞ্চাশ কি তার একটু বেশি পথ পেরিয়ে

সামনে দেখি, ধোঁয়াশা; ধুধু প্রান্তর মরুভূমির বালুকার তলে।

যেন সে ইতিহাস লেখা ছিল এই বালুতেই

আলতো বাতাসেই সে লেখা নিঃশেষ!

যেন, জেনে-বুঝে অগণিত মানুষের ইচ্ছায়

আরও দূরে সরে যাচ্ছে সে ইতিহাস।

বন্ধ কর, বন্ধ কর এ দূরাচার,

আমাকে ফিরিয়ে দাও আমার প্রাণের ইতিহাস।

নইলে, ইতিহাসের যে ধারা বইছে আমার ধমনিতে

তোমরা দেখবে তার বর্তমান অবয়ব।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইতিহাস,কবিতা,আবরার হুসাইন স্বজন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close