reporterঅনলাইন ডেস্ক
  ২৩ আগস্ট, ২০২০

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অফিসের

নিম্নাচল প্লাবিত হতে পারে

মৌসুমি বায়ু সক্রিয় থাকা ও অমাবস্যার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার আরও একদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ ড. আবদুল মান্নান বলেন, কিছু সময়ের জন্য বৃষ্টি কমলেও তা বন্ধ হবে না। বৃষ্টিপাত ২৮ তারিখ পর্যন্ত থাকবে। নিম্নাচল প্লাবিত হতে পারে।

রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সমুদ্র উপকূল ও বন্দরের পূর্বের সতর্কতা অব্যাহত থাকবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দুঃসংবাদ,আবহাওয়া অফিস,নিম্নাচল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close