reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মে, ২০২২

গাছ ভেঙে পড়ল অভিনেত্রীর গাড়ির ওপর, তারপর...

অল্পের জন্য রক্ষা পেলেন টলিউডের পরিচিত মুখ অনন্যা গুহ। শুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন ‘কৃষ্ণকলী’ সিরিয়াল খ্যাত অভিনেত্রী।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে টালিগঞ্জে শুটিংয়ে যাওয়ার পথে অনন্যার গাড়ির মাথায় হঠাতই একটি গাছ ভেঙে পড়ে। গাড়িটি সে সময় চলন্ত অবস্থায় ছিল। ঘটনাটি ঘটেছে ভবানীপুর অঞ্চলে। গাড়ির ভেতরই আটকে পড়েন অভিনেত্রী। প্যাসেঞ্জার সিটে বসেছিলেন তিনি। গাড়ি চালাচ্ছিলেন অভিনেত্রীর বাবা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ।

কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ডাকা হয় ঘটনাস্থলে। এরপর গ্যাস কাটার দিয়ে গাড়ির দরজা কেটে উদ্ধার করা হয় অভিনেত্রীকে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানা গেছে। যদিও গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অনন্যা। এই মুহূর্তে অনন্যা গুহ ‘লক্ষ্মী কাকিমা’ সিরিয়ালে অপরাজিতা আঢ্যর মেয়ের চরিত্রে অভিনয় করছেন। সেই সিরিয়ালের শুটিংয়েই টালিগঞ্জের স্টুডিও পাড়াতে যাচ্ছিলেন অভিনেত্রী।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
টলিউড,অনন্যা গুহ,Ananya Guha,টিভি সিরিয়াল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close