reporterঅনলাইন ডেস্ক
  ০৪ মে, ২০১৮

শ্রীদেবীর শাড়ি পরে পুরস্কার নিলেন জাহ্নবী

বলিউড তারকা শ্রীদেবী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন গত ফেব্রুয়ারিতে। মাকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর। শুটিংয়ে অংশ নিচ্ছেন ঠিকই কিন্তু মা যেন তার সঙ্গেই রয়েছেন।

ভারতের ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে মায়ের হয়ে পুরস্কার নিতে উঠলেন মায়ের শাড়ি পরেই। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির বিজ্ঞান ভবনে শ্রীদেবীর হয়ে সেরা অভিনেত্রীর পুরস্কার নিতে হাজির ছিলেন প্রয়াত নায়িকার দুই কন্যা জাহ্নবী ও খুশি কাপুর।

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘মম’ সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন প্রয়াত শ্রীদেবী। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে মায়ের হয়ে পুরস্কার নেন জাহ্নবী ও খুশি কাপুর।

সাদা ও গোলাপী রঙের সিল্কের শাড়ি পরেছিলেন জাহ্নবী। ডিজাইনার মণীশ মালহোত্রই রহস্য ফাঁস করেন। তিনি ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই বিশেষ অনুষ্ঠানের জন্য মায়ের শাড়িই বেছে নিয়েছিলেন জাহ্নবী কাপুর।

মণীশ সোশ্যাল মিডিয়ায় জাহ্নবীর একটি ছবি শেয়ার করে লিখেন, ‘জাহ্নবী মায়ের শাড়ি পরেছে। খুবই ব্যক্তিগত এবং ইমোশনাল মুহূর্ত।’

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রীদেবি,শাড়ি,পুরস্কার,জাহ্নবী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist