reporterঅনলাইন ডেস্ক
  ১৫ ডিসেম্বর, ২০১৭

গ্রিন ইউনিভার্সিটিতে বিজয় উৎসব

গ্রিন ইউনিভার্সিটি পরিবার আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, গান ও নৃত্যসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় উৎসব করেছে। শুক্রবার (১৫ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কোষাধ্যক্ষ ও ছাত্রবিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ, ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, অধ্যাপক এমএম খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহীন সামাদ বলেন, একাত্তরে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতে সঙ্গীতের অবদান ছিল অনেক বেশি। বলা যায়, এর মাধ্যমেই উৎসাহ-উদ্দীপনা পেয়ে দেশের লাখো-কোটি মানুষ যুদ্ধে অবদান রেখেছে। উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, স্বাধীন দেশে এগিয়ে যাওয়ার প্রধান হাতিয়ার হলো অর্থনৈতিক উন্নয়ন। পাশাপাশি হার্ভার্ড, এমআইটি’র মত দুই-একটি মানসম্মত প্রতিষ্ঠান তৈরি করলেও আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টায় কাজ করতে হবে। তবেই নতুন প্রজন্মকে সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়া সম্ভব হবে। তিনি প্রত্যক্ষদর্শী হিসেবে ১৬ ডিসেম্বর পাক বাহিনীর আত্মসমর্পন দেখা ও ৭ মার্চের ভাষণ শোনার অভিজ্ঞতা বর্ণনা করেন।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গ্রিন ইউনিভার্সিটি,বিজয় উৎসব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist