reporterঅনলাইন ডেস্ক
  ২৯ মার্চ, ২০২৪

সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান

রাজধানীতে বেড়েছে শিশু অপহরণ

সংগৃহীত প্রতীকী ছবি

রাজধানীতে শিশু অপহরণ বেড়েছে। বোরকা পরে পরিচয় গোপন রেখে শিশু চুরি করা হচ্ছে। তাই অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানাই। এছাড়া ভালোভাবে খোঁজ নিয়ে সন্তান দত্তক নেওয়ারও অনুরোধ করেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অপহরণের সাত দিন পর বুধবার আড়াই বছরের এক শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ। একই সঙ্গে শিশু চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। শিশু পাচারকারীর সঙ্গে আরো কেউ যুক্ত আছে কি না, এ ব্যাপারে আরো খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডিবিপ্রধান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিশু অপহরণ,রাজধানী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close