reporterঅনলাইন ডেস্ক
  ২৪ জুলাই, ২০১৯

রাজধানীতে ২ বোমা উদ্ধার, আতঙ্ক

খামারবাড়িতে পাওয়া বোমাটিতে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায় পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট

রাজধানীর পল্টন ও তেজগাঁও এলাকা থেকে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে বোমা দুটির বিস্ফোরণ ঘটানো হয়। মঙ্গলবার রাতে বোমা দুটি পাওয়া যায়। গতকাল রাত ও আজ ভোররাতে বোমা দুটির বিস্ফোরণ ঘটানো হয়।

পুলিশ সূত্র জানায়, গতকাল রাত ১১টার পর খামারবাড়ির ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি বোমা পড়ে থাকতে দেখা যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এলাকাটি ঘিরে রাখে। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেন।

খামারবাড়ি থেকে উদ্ধার করা বোমাটি ভোররাত সাড়ে ৪টার দিকে বিস্ফোরণ ঘটানো হয়। তেজগাঁও থানার ওসি শামিমুর রশিদ তালুকদার এই তথ্য জানান। গতকাল রাত ১১টার দিকে পল্টন মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে একটি বোমা উদ্ধার করে পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, পল্টন মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি কার্টন দেখতে পান সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা। কার্টনের ভেতর তার প্যাঁচানো একটি বস্তু দেখেন তারা। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দিলে তারা বোমাটির বিস্ফোরণ ঘটান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বোমা উদ্ধার,রাজধানী,আতঙ্ক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close