শংকর চৌধুরী, খাগড়াছড়ি

  ১৫ জুলাই, ২০১৮

খাগড়াছড়িতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (প্রসীত খীসা) সমর্থিত কর্মী জ্ঞানেন্দু চাকমা খুন হওয়ার পর এবার প্রতিপক্ষের হামলায় শান্তি জীবন চাকমা (৪০) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) এক কর্মীকে প্রথমে গুলি পরে গলা কেটে হত্যা করা হয়েছে।

রোববার ভোরে মাটিরাঙা উপজেলার তাইন্দং ইউনিয়নের সর্বস্বেরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শান্তি জীবন চাকমা একই গ্রামের রাঙ্গাচোখা চাকমার ছেলে। এ ঘটনার জন্য ইউপিডিএফকে (প্রসীত খীসা)) দায়ী করেছে জেএসএস (এমএন লারমা)।

সূত্রে জানা গেছে, শান্তি জীবন চাকমা ভোরে নিজের ঘর থেকে বের হলে সন্ত্রাসীরা তাকে হত্যা করার চেষ্টা করলে পালিয়ে যাওয়ার সময় বাড়ির নিচে পাহাড়ের পাদদেশে তাকে গুলি করা হয়। পরে গলাকেটে হত্যা নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাইন্দং ইউপি চেয়ারম্যান মো. হুমায়ন কবীর জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুলি করার পর তাকে গলাকেটে হত্যা করা হয়।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা) কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা জানান, ইউপিডিএফ (প্রসীত খীসার) গ্রুপই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহত শান্তি জীবন চাকমা মাটিরাঙা উপজেলার (জেএসএস-এমএন লারমা) অঙ্গসংগঠন যুব সমিতির সক্রিয় সদস্য। তবে, ইউপিডিএফে (প্রসীত খীসা) কেন্দ্রীয় সংগঠক মাইকেল চাকমা জানান, এ ঘটনার সঙ্গে ইউপিডিএফ কোনোভাবেই জড়িত নয়। তবে ঘটনাস্থল তাইন্দং ভারতীয় সীমান্তবর্তী হওয়ায় এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছেছে। লাশ উদ্দার করা হলে মাটিরাঙ্গা থানায় আনার পর, খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্যে পাঠানো হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খাগড়াছড়ি,জেএসএস কর্মী,খুন,গুলি করে হত্যা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist