reporterঅনলাইন ডেস্ক
  ২৭ মে, ২০২৩

বঙ্গবন্ধুর ‘জুলিও-কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করেছে ডিএসসিই

বঙ্গবন্ধুর ‘জুলিও-কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। ছবি : প্রতিদিনের সংবাদ

বঙ্গবন্ধুর ‘জুলিও-কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করেছে ঢাকা স্কুল অব ইকোনমিক্স (ডিএসসিই)। অর্থনীতিবিদ ক্লাব ও ঢাকা স্কুল অব ইকোনমিক্স (ডিএসসিই) এর উদ্যোগে শনিবার (২৭ মে) এ উপলক্ষে একটি আলোচনা সভা ও রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর জুলিও-কুরি শান্তি পদক প্রাপ্তির ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। সভাপতিত্ব করেন অধ্যাপক ড.মুহাম্মদ মাহবুব আলী।

অধ্যাপক মান্নান বলেন, বঙ্গবন্ধু সবসময় শান্তিতে বিশ্বাসী ছিলেন। আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী অধ্যাপক রেহানা পারভীন, ডা. সারা তাসনিম ও প্রভাষক শামীম আহমদ উপস্থিত ছিলেন।

অধ্যাপক মুহম্মদ মাহবুব আলী বলেন, বঙ্গবন্ধুর মহতী, সৃজনশীল কাজের স্বীকৃতির জন্য সেই সময় নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল।

রক্তদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লে. ক. (অব.) ডা. জায়েদ আল হাসান।

‘বঙ্গবন্ধুর বাংলাদেশে রক্তের অভাবে কেউ মারা যাবে না’ শ্লোগানে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা স্কুল অব ইকোনমিক্স (ডিএসসিই)’র অধ্যাপক মাহবুব আলী।

অনুষ্ঠান উপস্থাপনা করেন হুমায়রা তাবাসসুম এবং সায়াদ বিন সোহেল।

রক্তদান অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের ব্লাড ব্যাংক।

পিডিএসও/এমএ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বঙ্গবন্ধু,জুলিও কুরি শান্তি পদক,ডিএসসিই
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close