ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

  ০৭ আগস্ট, ২০২০

ভাঙ্গুড়ায় গ্রাম পুলিশদের উৎসাহ ভাতা প্রদান

করোনাভাইরাস চলাকালিন সময়ে পাবনার ভাঙ্গুড়ায় ৬০জন গ্রাম পুলিশের মাঝে উৎসাহ ভাতা প্রদান করেছে ইকো স্যোসাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। শনিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার ৬০জন গ্রাম পুলিশের মাঝে উৎসাহ ভাতা প্রদান করেন ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান।

ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় ইএসডিও, এভিসিবি প্রকল্পের আওতায় এ ভাতা প্রদান করা হয়। ভাতা প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম, জেলা সমন্বয়কারী কর্মকর্তা জুলফিকার ইসলাম ও ভাঙ্গুড়া উপজেলা সমন্বয়কারী কর্মকর্তা বিপ্লব হোসেনসহ সংশিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব।

সমন্বয়কারী কর্মকর্তা বিপ্লব হোসেন বলেন, প্রত্যেক গ্রাম পুলিশকে ৬শ টাকা করে মোট ৩৬ হাজার টাকা উৎসাহ ভাতা প্রদান করা হয়। মহামারি করোনা দুর্যোগ কালীন সময়ে গ্রাম পুলিশদের মাঝে উৎসাহ ভাতা প্রদান করার জন্য সংশিষ্ট উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইএসডিওকে ধন্যবাদ জানান।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভাঙ্গুড়া,গ্রাম পুলিশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close