ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২৬ মে, ২০২০

ফুলবাড়িয়ায় নারী চিকিৎসকের করোনা পজেটিভ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় এক নারী চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হারুন-আল মাকসুদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ওই নারী চিকিৎসকের স্বামী ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার করোনা আক্রান্ত হওয়ার পর তার গ্রামের বাড়ি ফুলবাড়িয়ার ভবানিপুর গ্রামে আসেন। পরবর্তীতে তার স্ত্রীসহ ১১ জনের করোনার নমুনা পরিক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সোমবার নমুনা পরীক্ষার রিপোর্টে ওই নারী চিকিৎসকের কোভিড-১৯ পজেটিভ আসে।

ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান চন্দ্র দেবনাথ জানান, বিগত সময়ে যারা করোনা আক্রান্ত হয়েছেন ফুলবাড়িয়াতে, তাদের মাধ্যমে আরও মানুষের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ছিদ্দিক বলেন, করোনা আক্রান্ত চিকিৎসকের বাড়ি লকডাউনসহ লাল নিশানা লাগানো হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নমুনা পরীক্ষা,ফুলবাড়িয়া,নারী চিকিৎসক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close