সাতক্ষীরা প্রতিনিধি

  ১৪ জানুয়ারি, ২০২০

সাতক্ষীরায় নদী থেকে ফরেস্ট স্টেশনের মাঝির লাশ উদ্ধার

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের কৈখালী ফরেস্ট স্টেশনের মাঝি নবাব আলীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার মধ্যরাতে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নবাব আলী (৬০) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫ নং কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের মৃত. মজিদ আলী গাজীর ছেলে। নবাব আলী দীর্ঘদিন কৈখালী ফরেস্ট স্টেশনের মাঝি হিসেবে কাজ করতো।

নিহতের ছেলে রফিকুল ইসলাম জানান, রোববার রাতে ওয়াপদা বেড়িবাঁধের উপরে সাহেদ আলীর দোকানে বসে রাত আনুমানিক ২টা পর্যন্ত মোবাইলে ওয়াজ শুনেছিলেন। পরে তিনি আর বাড়িতে ফেরেননি। সেখান থেকেই নিখোঁজ ছিলেন।সোমবার মধ্যরাতে নদীতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়।

ঘটনার বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, নবাব আলীর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে ধারণা করছি, নৌকা চালানোর সময় নৌকা থেকে পড়ে গিয়ে নদীতে ডুবে তার মৃত্যু হতে পারে।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাতক্ষীরা,লাশ উদ্ধার,মাঝির লাশ,ফরেস্ট স্টেশন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close