reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জানুয়ারি, ২০১৮

কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা

৩ ধরনের কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এগুলো হচ্ছে- বাংলা তোষা রিজেকশন (বিটিআর), আনকাট এবং বাংলা হোয়াইট রিজেকশন (বিডব্লিউআর)। আজ বৃহস্পতিবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক আদেশে এই নিষধাজ্ঞা দেয়া হয়। এতে বলা হয়, নতুন আদেশ না দেওয়া পর্যন্ত ওই ৩ ধরনের কাঁচা পাটের রপ্তানি বন্ধ থাকবে। তবে অন্য সব ধরনের কাঁচা পাট রপ্তানিতে কোনো বাধা নেই। প্রসঙ্গত পণ্যে পাটের মোড়কের ব্যবহার নিশ্চিত করতে ২০১৫ সালের ৩ নভেম্বর এক মাসের জন্য সব ধরনের কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। এক মাস পর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ২০১৬ সালের ৩ এপ্রিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে আবার পাট রপ্তানির পথ তৈরি হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, পাটকাঠি থেকে পাটের আঁশ ছাড়ানোর পর রোদে শুকিয়ে সরাসরি যে পাট পাওয়া যায় তাকে বলা হয় আন-কাট। তাতে ভালো-মন্দ সব অংশই থাকে। তোষা জাতের পাটের খারাপ অংশটুকুকে বলে বিটিআর। বার সাদা জাতের পাটের খারাপ অংশকে বিডব্লিউআর হিসেবে চিহ্নিত করা হয়।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নিষেধাজ্ঞা,কাঁচা পাট,রপ্তানি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist