reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জুলাই, ২০১৮

ফ্রান্স

* বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ফ্রান্সের অবস্থান ৭ নাম্বার।

* ক্রোয়েশিয়া বিপক্ষে শেষ ৫ ম্যাচের ৩টিতে জয় পেয়েছে ফরাসিরা। বাকি দুই ম্যাচ ড্র।

* ষষ্ঠ দল হিসেবে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে উঠেছে ফ্রান্স। এর আগে জার্মানি সর্বোচ্চ আটবার, ব্রাজিল ও ইতালি ছয়বার, আর্জেন্টিনা পাঁচবার এবং নেদারল্যান্ডস তিনবার ফাইনাল খেলেছে।

* টানা ৫ ম্যাচ ধরে অপরাজিত আছে ফ্রান্স।

* ১৯৯৮ সালে বিশ্বকাপে সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। ওই আসরেই স্বপ্নের প্রথম শিরোপা জিতেছিল ফরাসিরা।

* ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপসহ বড় টুর্নামেন্টে এটা ফ্রান্সের ষষ্ঠ ফাইনাল। যেখানে তিনটিতে জয় এবং তিনটিতে হেরেছে ফরাসিরা।

* ক্রোয়েশিয়ার বিপক্ষে ২০১১ সালে শেষবারের দেখায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করেছিল ফ্রান্স।

* এবারের বিশ্বকাপে ফ্রান্সের মোট ১০ গোলের মধ্যে ৫টিই করেছেন ডিফেন্ডাররা (বেঞ্জামিন পার্ভাড, রাফায়েল ভারানে এবং সামুয়েল উমতিতি)।

* মারিও জাগাল্লোর ও ফ্রেঞ্জ বেকেনবাওয়ারের পর ফ্রান্সের তৃতীয় সফল কোচের তালিকায় রয়েছেন দিদিয়ের দেশম।

* এবারের বিশ্বকাপে অলিভার জিরার্ড গোলমুখে মোট ১৩টি শট নিয়েছেন। যা ১৯৬৬ বিশ্বকাপের পর কোনো ফুটবলারের সর্বোচ্চ।

* সর্বকনিষ্ঠ দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এর আগে সর্বকালের সেরা ফুটবলার পেলে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বমঞ্চে গোল করেছিলেন।

* অ্যান্তনি গ্রিজম্যান সব ধরনের ৯ টুর্নামেন্টে ১১ গোল করেছেন। যা ফ্রান্সের ৫০ বছরের ইতিহাসে কেউ করতে পারেননি। কিংবদন্তি জিনেদিন জিদান করেছিলেন ৮ গোল এবং মিশেল প্লাতিনি করেছিলেন ৬ গোল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist