নিজস্ব প্রতিবেদক

  ১৬ নভেম্বর, ২০১৭

ভারতের অর্থায়নে রেলপথ চালু করতে চুক্তি

মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলপথ চালু করতে ভারতীয় এক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে রেলপথ মন্ত্রণালয়। গতকাল বুধবার রেলপথ মন্ত্রণালয়ের এ চুক্তি স্বাক্ষর করেন রেলের মহাব্যবস্থাপক (পূর্ব) আবদুল হাই এবং ভারতীয় প্রতিষ্ঠান ‘কালিন্দী রেল কনস্ট্রাকশন’-এর ভাইস প্রেসিডেন্ট (ওভারসিস প্রজেক্ট) শারদ শর্মা। ভারতের লাইন অব ক্রেডিটের অর্থায়নে প্রকল্পটি নির্মিত হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী মুজিবুল হক। এ সময় চুক্তি অনুযায়ী নির্মাণকারী প্রতিষ্ঠান নির্ধারিত সময় আগামী দুই বছরের কাজ শেষ করবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন জানান, চুক্তি অনুযায়ী প্রায় ৫৪৫ কোটি টাকা ব্যয়ে কালিন্দী রেল আগামী দুই বছরের মধ্যে ৫২ দশমিক ৫৪ কিলোমিটার রেললাইন নির্মাণ কাজ শেষ করবে। এ ছাড়া নির্মাণ করা হবে ৫৯টি ছোট-বড় সেতু ও ছয়টি স্টেশন (জুড়ী, দক্ষিণভাগ, কাঁঠালতলী, বড়লেখা, মুড়াউল ও শাহবাজপুর)।

২০১৫ সালে কুলাউড়া-শাহবাজপুর রেলপথ অংশের পুনর্বাসনে ভারতীয় প্রতিষ্ঠানকে পরামর্শক নিয়োগ দেয় রেলপথ মন্ত্রণালয়। প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ৬৭৮ কোটি টাকার মধ্যে ভারত ঋণ হিসেবে ৫৫৬ কোটি টাকা এবং সরকারের নিজস্ব তহবিল থেকে ১২২ কোটি টাকা জোগান দেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist