নিজস্ব প্রতিবেদক

  ১০ এপ্রিল, ২০১৯

বেসিসের ডিজিটাল মার্কেটিং নীতিমালার প্রস্তাব

ডিজিটাল মার্কেটিংয়ের জন্য বিকল্প একটি কার্ড চালুর প্রস্তাব করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। দেশের সফটওয়্যার খাতের উদ্যোক্তাদের সংগঠনটি একই সঙ্গে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য একটি নীতিমালার প্রস্তাব তৈরিতেও হাত দিয়েছে।

বেসিস মনে করে ভবিষ্যতে হাজারো কোটি টাকা আয় ছাড়িয়ে যাবে এ খাতে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো নিয়মনীতি না থাকায় নানা জটিলতায় পড়ছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বিষয়টির সুরাহা করতে বেসিস একটি নীতিমালা করার জন্য প্রস্তাব প্রণয়ন করছে। চলতি মাসের মধ্যেই এটি তারা বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দেবে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মানিলন্ডারিং ইউনিটের সঙ্গে সম্প্রতি বেসিসের ডিজিটাল মার্কেটিং স্ট্যান্ডিং কমিটির এক বৈঠকে এ সংক্রান্ত প্রস্তুতির কথা জানায় সংগঠনটি। বেসিস সভাপতি আলমাস কবীরের নেতৃত্বে স্ট্যান্ডিং কমিটি ওই বৈঠকে অংশ নেয়। সিআইডি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close