নিজস্ব প্রতিবেদক

  ১২ মার্চ, ২০১৯

ডাচ্-বাংলা ও আইসিবি ব্যাংকের সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের দুই প্রতিষ্ঠান ডাচ্-বাংলা ও আইসিবি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ডসভা আজ অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, ওইদিন বিকেল সাড়ে ৩টায় ডাচ্-বাংলা ব্যাংকের বোর্ডসভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা হতে পারে। ২০১৭ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে ব্যাংকটির পরিচালকদের কাছে ৮৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৫ দশমিক ৫৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের শূন্য দশমিক ১৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে। অন্যদিকে একইদিন দুপুর আড়াইটায় আইসিবি ইসলামিক ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close