নিজস্ব প্রতিবেদক

  ১৬ জানুয়ারি, ২০১৯

দেশের কল্যাণে আসবে জিপিএইচের নতুন প্রকল্প

জিপিএইচ ইস্পাত লিমিটেড তাদের কারখানা সম্প্রসারণের কাজ করছে। বাড়াচ্ছে উৎপাদন ক্ষমতা। কোম্পানির সম্প্রসারিত কারখানার নির্মাণ কাজ প্রায় শেষের পথে। ইস্পাত শিল্পে বিশ্বের সর্বশেষ প্রযুক্তি ইএএফ কোয়ান্টাম প্রযুক্তিতে এই কারখানা নির্মিত হচ্ছে। নির্মাণ শেষ হলে এটি হবে দেশের মধ্যে সবচেয়ে আধুনিক ও উন্নত কারখানা।

গত সোমবার জিপিএইচ ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম একটি জাতীয় দৈনিকের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন। এ কর্মসূচির আওতায় সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের জন্য কাঠামোগত নকশা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। আয়োজন করা হবে স্ট্রাকচারাল ডিজাইন-সংক্রান্ত একাধিক কর্মশালার।

অনুষ্ঠানে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, নতুন প্রযুক্তির সম্প্রসারিত কারখানা নির্মাণের পর কোম্পানির মুনাফা বাড়বে। কিন্তু তার চেয়েও লাভবান হবে দেশ। কারণ একদিকে এ কোম্পানি আরও উন্নতমানের নির্মাণ উপকরণ সরবরাহ করতে সক্ষম হবে। অন্যদিকে কারখানাটি হবে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close