নিজস্ব প্রতিবেদক

  ১৮ মার্চ, ২০১৮

গৃহায়ন খাতে আইডিবি দিচ্ছে ৮৩০ কোটি টাকা

তিউনিসিয়ায় আইডিবির পরিচালনা পর্ষদের বৈঠকে চুক্তি স্বাক্ষরিত হতে পারে

বাংলাদেশের গৃহায়ন খাতের উন্নয়নে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ১০কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে। যা বাংলাদেশী টাকায় প্রায় ৮৩০ কোটি টাকা। এ সংক্রান্ত একটি চুক্তি আগামী মাসে তিউনিসিয়ায় অনুষ্ঠেয় আইডিবির পরিচালনা পর্ষদের বৈঠকে স্বাক্ষরিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানায়, জেদ্দা ভিত্তিক এই ব্যাংক ‘বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনকে (বিএইচবিএফসি) এই ঋণ দেবে। গত বছর জুলাই মাসে জেদ্দায় অনুষ্ঠিত বোর্ডের নির্বাহী পরিচালকদের সভায় এই ঋণ অনুমোদন করা হয়। দেশের গৃহায়ন খাতে একমাত্র সরকারি মালিকানাধীন বিএইচবিএফসিকে ঋণ দেওয়ার ক্ষেত্রে একটি শর্ত আরোপ করেছে আইডিবি। সোট হল, এই ঋণের বিপরীতে সরকারকে গ্যারান্টি দিতে হবে যে, বিএইচবিএফসির পক্ষ থেকে শহর ও গ্রামীণ এলাকায় বহুতল ভবন নির্মাণের জন্য ‘রুরাল অ্যান্ড আরবান হাউজিং প্রজেক্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং এই প্রকল্পের আওতায় আইডিবি’র কাছ থেকে এই অর্থ পাওয়া যাবে। বিএইচবিএফসি সূত্রে জানা গেছে, প্রকল্পটির মোট আকার নির্ধারণ করা হয়েছে ১২ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ডলার। তার মধ্যে ১০ কোটি ৬ লাখ ৪৫ হাজার ডলার আইডিবির কাছ থেকে পাওয়া যাবে। বাকি ২ কোটি ৫০ লাখ ডলার বিএইচবিএফসির নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে। প্রকল্পের মাধ্যমে শহর ও পল্লী এলাকায় আগামী পাঁচ বছরে বহুতল ভবন নির্মাণের জন্য গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ করা হবে। আইডিবির ১০ কোটি ডলার ঋণ ১৫ বছরে পরিশোধ করতে হবে। তবে এর মধ্যে গ্রেস পিরিয়ড থাকবে পাঁচ বছর। এ গ্রেস পিরিয়ডের জন্য সুদ প্রদান করতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist