প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৪ মার্চ, ২০১৮

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আহমেদ জামাল

নতুন ডেপুটি গভর্নর হলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহমেদ জামাল। গত বৃহস্পতিবার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ১০(৪) ধারা অনুযায়ী আগামী ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত এ নিয়োগ দেয় সরকার। ওই সময়ে তার বয়স ৬২ বছর পূর্ণ হবে। আহমেদ জামাল রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে একাউন্টিংয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ১৯৮৪ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করেন। সুদীর্ঘ ৩৩ বছরের অধিক সময়ের পেশাগত জীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের শাখা অফিসসহ প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, ফরেন একচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, ফরেন এক্সচেঞ্জ ইন্সপেকশন অ্যান্ড ভিজিল্যান্স ডিপার্টমেন্ট, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ডিপার্টমেন্ট, সচিব বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে বিভিন্ন পদে অত্যন্ত দক্ষতা, সফলতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি গত ২০১২ সালের ১২ মে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পান। আহমেদ জামাল ১৯৬১ সালে কুষ্টিয়া জেলার রক্সি লেন এলাকায় এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মোঃ সাদিক মিয়া একজন সরকারি চাকরিজীবী ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist