নিজস্ব প্রতিবেদক

  ২৯ জানুয়ারি, ২০১৮

নিরাপদ মোবাইল ব্যাংকিংয়ে যা করতে হবে

যাত্রা শুরুর মাত্র ছয় বছরের মধ্যেই দেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে মোবাইল ব্যাংকিং সেবা। দ্রুত, সহজ ও নিরাপদ হওয়াই এই সেবার জনপ্রিয়তার কারণ।

মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে বাংলাদেশে ব্যক্তি থেকে ব্যক্তি ওয়ালেটে টাকা লেনদেন, এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ ইন ওক্যাশ আউট করা, মোবাইল ফোনের ব্যাল্যান্স রিচার্জ এবং বিভিন্ন দোকানে কেনাকাটা করা যায়। দেওয়া যায় বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি বিল। এসব কারণেই দিনে দিনে বাড়েছে এই খাতটির গ্রহণযোগ্যতা। তবে মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী। কারণ এর মাধ্যমে তারা সহজেই একটি নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আর্থিক লেনদেন করতে পারছেন। বর্তমানে দেশে মোবাইল ব্যাংকিং সেবা নিচ্ছেন এমন গ্রাহক সংখ্যা পাঁচ কোটিরও বেশি। প্রায় ১৮ টির মতো মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান থাকলেও ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বিকাশ এবং ডাচ-বাংলা ব্যাংকের সাবসিডিয়ারি রকেট মোবাইল ব্যাংকিং সেবা সবার চেয়ে এগিয়ে আছে। মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে যেমন কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছে তেমনই একটি অসাধু চক্র এই সেবাটির অপব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা করার চেষ্টা করছে। কিছুক্ষেত্রে তারা সফলও হচ্ছে। তাই মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের কর্মকর্তারা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতারণা রোধে গ্রাহকের সচেতনতার ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন। তারা মনে করেন, গ্রাহক সচেতন হলে এসব প্রতারণা অনেকাংশে রোধ করা সম্ভব হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist