শরতের রূপ

  ২০ সেপ্টেম্বর, ২০১৯

আলম হোসেন

এখন ভাদ্র মাস

কাজল কালো মেঘ ঢাকে

জোসনার সোনালি রোদ

বৃষ্টির জলে নাইতে চায়

পোয়াতি ধানখেত

পেটের সন্তানের পুষ্টতা চায়

গৃহস্তরা নবান্নের স্বপ্ন বোনে

অলস দিন শেষে উদোম নায়ে

জোসনা স্নানে নামে কৃষক

টেঁটাবিদ্ধ মাছ ঢুলা ভরে বাড়িতে পাঠায়

রাতভর বাড়ির বৌ-ঝিরা উঠানে করে মাছের উৎসব

দূর গাঁয়ে নাইয়োরিরা যায়

কলের গানে বাজে ভাটিয়ালি গান

কোন রাখালের বাঁশির সুরে উদাস করে মন

কাশফুলের শুভ্রতায় মুড়ে থাকে মায়ের মুখ

বাংলার শরতের এরূপ কি

কখনো ভোলা যায়?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close