কমল কর্মকার

  ১৫ মার্চ, ২০১৯

কান্নাটা থেমে আছে

কান্নাটা থেমে আছে অনেক দিন থেকে

কেবল সময় থামে না

বিশাল বটবৃক্ষের মতন বিষণœতা

ছেয়ে আছে পুরোনো আকাশে

শুকনো বালির খাদে, মৃত নদীর কিনারে

পড়ে আছে খুন হওয়া বাঁশি, ছত্রাক

আর ঘুণে একাকারÑ

বাতাসে মিশে গেছে মৃত ফুসফুস

ছড়িয়ে-ছিটিয়ে আছে ধুলার গভীরে

কখানা নিপুণ আঙুল

আমি আর যাবো না ফিরে কোনো দিনই

শিশিরভেজা রোদের চাদরে

পৌষের ফালতু দুপুরে, সন্ধ্যার হিমেল আড্ডায়

কিশোরী তারার মুখে চুম্বন এঁকে দিতে

যাবো না আর নিষিদ্ধ আকাশে

বাঁশিটা থেমে আছে অনেক দিন থেকে

কেবল থামেনি রাধার ননীর শরীর

মৈথুনের রক্তাক্ত সুখে আজও মেতে আছে

পৃথুলা ভালোবাসাÑ জীর্ণ মুখোশ

কান্নাটা থেমে আছে অনেক দিন থেকে

কেবল সময় থামে না...

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close