বিজ্ঞান ডেস্ক

  ২৫ জুন, ২০১৭

চাঁদে মানুষ পাঠানোর উপযোগী রকেট আসছে

এক টুইটার বার্তায় ইলোন মাস্ক বলেন, তাদের পূর্বঘোষিত ফ্যালকন হ্যাভি রকেটের উদ্বোধন আগামী কয়েক মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। এই রকেটটি বিশ্বের প্রথম মহাশূন্য পর্যটকদের বহন করবে এবং পূর্বের যেকোনো সময়ের তুলনায় মানুষকে পৃথিবী থেকে সবচেয়ে দূরে বহন করবে।

ইলোন মাস্কের প্রতিষ্ঠিত মহাশূন্য গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্স আগামী কয়েক মাসের মধ্যে বেশকিছু মাইল ফলক অতিক্রম করতে যাচ্ছে। এই প্রসঙ্গে উল্লেখ করা যায়, বেশ কিছুদিন আগে একজন টুইটার ব্যবহারকারী মন্তব্যের ঘরে ইলোন মাস্ককে কবে নাগাদ ফ্যালকন হ্যাভি রকেটটি আসছে সেই ব্যাপারে জানাতে অনুরোধ করেছিলেন। স্পেস এক্সের অদ্যাবধি সর্বাপেক্ষা বড় এই রকেটটি ভবিষ্যতে মানুষকে পুনরায় চাঁদে নিয়ে যাবে।

নতুন টুইটবার্তায় মাস্ক বলেন, আমরা আগামী চার মাসের মধ্যে, এই গ্রীষ্মের শেষেই নতুন রকেটের উদ্বোধন দেখতে যাচ্ছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist