নিজস্ব প্রতিবেদক

  ১২ আগস্ট, ২০১৭

বিমসটেকের দ্বিতীয় মহাসচিব বাংলাদেশি শহীদুল ইসলাম

কারিগরি ও অর্থনৈতিক ক্ষেত্রের পারস্পরিক সহযোগিতায় বঙ্গোপসাগর উপকূলবর্তী দেশগুলোর সংগঠন বিমসটেকের পরবর্তী মহাসচিব হয়েছেন বাংলাদেশি কূটনীতিক এম শহীদুল ইসলাম। গতকাল শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীদের ১৫তম বৈঠকে মহাসচিব হিসেবে তার নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এর ফলে বর্তমানে ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসা শহীদুল বিমসটেকের প্রথম মহাসচিব সুমিত নাকানডালার স্থলাভিষিক্ত হবেন। গত ১০ আগস্ট শ্রীলঙ্কান নাগরিক নাকানডালার মেয়াদ শেষ হয়েছে। এরপর দায়িত্ব নিয়ে আগামী তিন বছরের জন্য সংস্থাটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন শহীদুল ইসলাম।

বিমসটেক দেশগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গত বৃহস্পতিবারের এক বৈঠকে মহাসচিব পদের বাংলাদেশি প্রার্থী হিসেবে রাষ্ট্রদূত শহীদুলের নাম প্রস্তাব করা হয়। ওই বৈঠকে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। পরে গতকাল ১৫তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকে তার নিয়োগ চূড়ান্ত হয়, যাতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা বৈঠকের উদ্বোধন করেন, যাতে সভাপতিত্ব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী কৃষ্ণ বাহাদুর মাহারা। বিমসটেক দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়াতে যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন নেপালের প্রধানমন্ত্রী দেউবা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist