নিজস্ব প্রতিবেদক

  ২৮ মে, ২০১৮

শিল্পকলা পদক পাচ্ছেন ৭ সৃজনশীল ব্যক্তি

দেশের সাংস্কৃতিক অঙ্গনে অনন্য অবদান রাখায় ‘শিল্পকলা পদক ২০১৭’ পাচ্ছেন সাত গুণী ব্যক্তিত্ব। এবার পুরস্কারপ্রাপ্তরা হলেনথ যন্ত্রসংগীতে আলাউদ্দিন মিয়া, নৃত্যে শর্মিলা বন্দ্যোপাধ্যায়, ফটোগ্রাফিতে নাসির আলী মামুন, চারুকলায় চন্দ্র শেখর দে, লোকশিল্পে কাঙালিনী সুফিয়া বেগম, নাট্যশিল্পে এস এম মহসিন এবং সংগীতে মিহির লালা।

আজ সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শিল্পকলা একাডেমির এক সিনিয়র কর্মকর্তা জানান, প্রত্যেক পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে এক লাখ টাকার চেক, একটি সার্টিফিকেট ও একটি ক্রেস্ট প্রদান করা হবে।

সংস্কৃতি সচিব মো. ইব্রাহীম হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। স্বাগত বক্তব্য দেবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি।

এ বছর শিল্পকলার মহাপরিচালক, ছয়জন পরিচালক, সাতজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংস্কৃতি মন্ত্রণালয়ের একজন প্রতিনিধিসহ ১৬ সদস্যের একটি মনোনয়ন কমিটি পুরস্কারপ্রাপ্তদের মনোনীত করেছে। সংগীত, যন্ত্রসংগীত, নৃত্য, নাট্যশিল্প, চারুকলা, আবৃত্তি, ফটোগ্রাফি, যাত্রাশিল্প, চলচ্চিত্র, সৃজনশীল সংগঠক, সাংস্কৃতিক গবেষক এবং লোকশিল্প-১২টি সাংস্কৃতিক ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য এই শিল্পকলা পদক দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist