ইবি প্রতিনিধি

  ১৪ জুলাই, ২০১৯

মুক্তিযোদ্ধা সনদ যাচাই

ইবি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ে ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) এক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন। মাহবুব হোসেন নামের ওই কর্মকর্তা বিশ^বিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক বলে জানা গেছে। দাখিলকৃত মুক্তিযোদ্ধা সনদে অসংগতির অভিযোগ পাওয়ায় বিষয়টি যাচাই বাছাইয়ে গতকাল শনিবার বিশ^বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে তিনি জানান, মাহবুব হোসেন বিশ^বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেন। তার মুক্তিযোদ্ধা সনদ নং ম-১৬৪১৭৭। কিন্তু তার দাখিলকৃত মুক্তিযোদ্ধার সনদ ও এসএসসি পরীক্ষার সনদে উল্লেখিত জন্ম তারিখে গরমিল পাওয়ায় আমরা বিষয়টি যাচাই বাছাইয়ের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় বরাবর আবেদন করি। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় জানায়, গেজেটে মাহবুব হোসেন (সনদ নং-১৬৪১৭৭) এর কোনো সনদ নেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close