বাঘা (রাজশাহী) প্রতিনিধি

  ১৭ মে, ২০১৮

বাঘায় ভুয়া পরীক্ষার্থী আটক

রাজশাহীর বাঘায় পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েছে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্র। গতকাল বুধবার সকাল সোয়া ১০টায় উপজেলার আড়ানী ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে মেহেদী হাসান নামের এই ছাত্রকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। কেন্দ্র সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষের ভূগোল পরীক্ষা ছিল বুধবার। আড়ানী ডিগ্রি কলেজ কেন্দ্রের ১০৩ নম্বর কক্ষে প্রকৃত পরীক্ষার্থী জাহিদ হাসানের প্রবেশপত্রের ছবি পরিবর্তন করে পরীক্ষায় অংশ নিতে আসে মেহেদী হাসান। গোপন সংবাদের ভিত্তিতে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালনকারী শিক্ষক ও পরিদর্শক জালিয়াতির বিষয়টি ধরে ফেলেন। পরে জালিয়াতির মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে আটক করে পুলিশে দেয় কেন্দ্র কর্তৃপক্ষ।

কেন্দ্র সচিব আশরাফ আলী বলেন, আটককৃত মেহেদী হাসান রাজশাহীর বাঘা উপজেলার শাহদৌলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র। প্রকৃত পরীক্ষার্থী জাহিদ হাসানও একই কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) যোবায়ের হোসেন প্রকৃত ছাত্র জাহিদ হাসানকে এক বছরের জন্য বহিষ্কার করেছেন। প্রক্সি দিতে আসা মেহেদী হাসানের বিরুদ্ধে মামলা করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist