চট্টগ্রাম ব্যুরো

  ২০ মার্চ, ২০২০

জরুরি ওষুধ ও ভোগ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম চেম্বারের আহ্বান

করোনাভাইরাসে কোনোভাবেই আতঙ্কিত না হয়ে স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ডওয়াশ ইত্যাদিসহ প্রয়োজনীয় ওষুধপত্র ও ভোগ্যপণ্যের কোন ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না করা এবং মূল্য ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে বলেন, গত কয়েক দিন ধরে কিছু কিছু জায়গায় সাধারণ মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনের তুলনায় কিছুটা বেশি পরিমাণে ভোগ্যপণ্য ক্রয়ের প্রবণতা দেখা যাচ্ছে যা একবারেই অপ্রয়োজনীয়। কেননা রমজান মাসকে কেন্দ্র করে এরই মধ্যে দেশে সব ধরনের ভোগ্যপণ্যের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করা হয়েছে।

করোনাভাইরাস সম্পর্কে বলেন, অপ্রয়োজনীয়ভাবে ঘরের বাইরে না যাওয়া, সব সময় মাস্ক ব্যবহার করা, সাবান, স্যানিটাইজার দিয়ে নিয়মিত হাত ধোয়া, সর্দি, কাশি, জ্বর ইত্যাদি হলে নিজেকে অন্যদের কাছ থেকে আলাদা করে রাখা এবং সরকারিভাবে প্রদত্ত নির্দেশনা মেনে চলতে হবে। এছাড়া জরুরি ওষুধপত্র, ফার্মাসিউটিক্যালস সামগ্রী, স্যানিটাইজার ইত্যাদির মূল্য স্বাভাবিক রাখা এবং কোনো কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না হয় ও সরবরাহ ব্যবস্থা যাতে সুষ্ঠু থাকে তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close