reporterঅনলাইন ডেস্ক
  ১৪ ডিসেম্বর, ২০১৮

বাপেক্সের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কো¤পানী লিমিটেড (বাপেক্স)-এর ২৯তম বার্ষিক সাধারণ সভা গত মঙ্গলবার হোটেল র‌্যাডিসন ব্লুতে অনুষ্ঠিত হয়। বাপেক্স পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ২০১৭-১৮ অর্র্থবছরের ওই সাধারণ সভায় কো¤পানীর সম্মানিত শেয়ারহোল্ডার ও পরিচালকরা উপস্থিত ছিলেন।

আলোচ্য অর্থবছরে কোম্পানীর মোট আয়ের পরিমাণ ২৬৪ কোটি ৭৫ লাখ টাকা এবং অপারেটিং ও ননঅপারেটিং মোট ব্যয় ৩৬৫ কোটি ১০ লাখ টাকা হওয়ায় কর পূর্ববর্তী নীট ক্ষতির পরিমাণ ১০০কোটি ৩৫ লাখ টাকা। উল্লেখ্য, আলোচ্য অর্থবছরে কোম্পানীর কর পরবর্তী নীট ক্ষতি ১০২ কোটি ১ লাখ টাকা হওয়ায় পরিচালনা পর্ষদ কোন লভ্যাংশ ঘোষণার সুপারিশ করেননি বিধায় শ্রমিক অংশীদারিত্ব তহবিলে কোন অর্থ স্থানান্তর করা হয়নি। আয়কর আইন অনুযায়ী ন্যূনতম আয়কর বাবদ ১ কোটি ৬৬ লাখ টাকা, বিগত ২০১৬-২০১৭ অর্থ বছরে পুঞ্জিভূত ক্ষতি ৪৯ কোটি ৩২ লাখ টাকা এবং সমন্বয় বাবদ ৮ কোটি ৪৫ লাখ টাকা সমন্বয়ের পর ক্রমপুঞ্জিভূত ক্ষতির পরিমাণ দাড়িয়েছে ১৫৯ কোটি ৭৮ লাখ টাকা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close