reporterঅনলাইন ডেস্ক
  ২০ জুলাই, ২০১৮

বৃক্ষরোপণে কাজ করবে কোস্ট গার্ড

বৃক্ষরোপণ অভিযান-২০১৮ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদের স্মরণে সারা দেশে একযোগে ৩০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক অন্যান্য বছরের মতো এ বছরও বৃক্ষরোপণের ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী কোস্ট গার্ড সদর দফতরে একটি ফলজ গাছের চারা রোপণ করে কোস্ট গার্ড বৃক্ষরোপণ অভিযান-২০১৮ এর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বলেছিলেন দেশের প্রত্যেক নাগরিকের কর্তব্য এই বৃক্ষরোপণ অভিযানের সময় এবং পরে অধিক বৃক্ষরোপণ করে সরকারের প্রচেষ্টাকে সাফল্যমন্ডিত করে তোলা। তার এই স¦প্নকে বাস্তবে রূপান্তরিত করার লক্ষ্যে তারই সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় সামাজিক বনায়ন কর্মসূচিতে অসামান্য সাফল্য লাভ করেছে বাংলাদেশ।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist