ক্রীড়া ডেস্ক

  ০৭ অক্টোবর, ২০১৯

দুয়োধ্বনি রূপ নিচ্ছে হর্ষধ্বনিতে!

গ্রীষ্মকালীন দলবদল ইস্যুতে নেইমার জুনিয়র এবং তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সমর্থকদের মধ্যে বিশাল দূরত্ব সৃষ্টি হয়েছিল। দলবদল নাটকের পর ক্লাবের জার্সিতে নেইমার ফিরলেও প্রতিটি ম্যাচেই তাকে দুয়োধ্বনি শুনতে হয়েছে। এমনকি গোল করে দলকে জেতানোর পরও।

তবে খুশির খবর, পিএসজির একনিষ্ঠ সমর্থকগোষ্ঠী আলট্রাসের সঙ্গে নেইমারের দূরত্বটা ক্রমেই কমতে শুরু করেছে। এমনটাই জানিয়েছেন পিএসজির প্রধান কোচ টমাস টুখেল। তার ভাষ্য, ‘নেইমার আবারও পিএসজি ভক্তদের আস্থা অর্জন করতে শুরু করেছেন। নেইমারেরও উচিত খেলার মাধ্যমেই সবকিছুর জবাব দেওয়া।’

পরশু রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে অঁজেকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পিএসজি। ম্যাচে একটি গোল এসেছে নেইমারের পা থেকে। চলতি মৌসুমে এই নিয়ে পাঁচ ম্যাচে মাঠে নেমে এক হালি গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড।

দলদবল নাটকের কারণে পিএসজি সমর্থকদের কাছে নেইমারের অবস্থান আগের মতো নেই। সমর্থকদের চোখে পিএসজির প্রতি নেইমারের দায়বদ্ধতাও প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল। তবে ক্লাবের জার্সিতে নেইমারের আগুন ফর্ম সমর্থকদের সঙ্গে তার সম্পর্কের উন্নতি সাধনে বড় ভূমিকা রাখছে বলেই জানালেন টমাস টুখেল, ‘হ্যাঁ, এটা আরো ভালো হচ্ছে, আরো সহজ হচ্ছে।’

টুখেলের মতে, মাঠের খেলার মাধ্যমেই সমর্থকদের সঙ্গে দূরত্ব ঘোচানো সম্ভব। সব কথা মুখে বলার প্রয়োজন নেই। আর এই ব্যাপারটা যে নেইমার ভালোভাবেই করছেন টুখেল তাও বললেন, ‘সে দারুণ কিছু করছে। দুর্দান্ত ড্রিবল করছে, স্কোর করেছে, এমনকি সে (অঁজের বিপক্ষে) আরো গোল করতে পারত। সে অবিশ্বাস্য কিছু করতে সক্ষম। দিন শেষে এটা তাকে করে দেখাতে হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close