মৃধা আলাউদ্দিন

  ২৫ জুলাই, ২০২০

আমার সোনা জাদুরে

বিকেলবেলা সবাই মিলে

জোনাকি পোক, ফড়িং ধরি,

শ্রাবণ মাসে দুপুর রোদে

খালের জলে লাফিয়ে পড়ি

হাডুডু বা কানামাছি

খেলছি কত চড়–ইভাতি,

চোর-পুলিশ ও ডাকাত ধরা

কখনোবা হাতি হাতি

ভোঁ-দৌড় মেরে ছুঁতাম আমি

বটের ঝুড়ি, পানির কল,

খেলছি কত লাটিম-ঘুড়ি

গোল্লাছুট ও ফুটবল।

এতকিছুর পরেও ছিলাম

আমরা সবাই আদূরে

মিষ্টি করে ডাকত স্যারে

‘আমার সোনা জাদুরে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close