কাজী মারুফ

  ০৪ জুলাই, ২০২০

বর্ষাকালে

বর্ষাকালে ফর্সা আকাশ

একটু পরে কাল

পৃথিবীটা হঠাৎ করে

হয় যে অগোছাল।

টাপুর টুপুর ছন্দে নূপুর

বৃষ্টি এলে বাজে

বৃষ্টি হলে আবাস ছেড়ে

বেরোয় না কেউ কাজে।

আঁধার গাঁয়ে কাদার ভয়ে

যায় না পথিক দূরে

গুড়ুম-গুডুম মেঘমালারা

ডাকে ভয়াল সুরে।

বৃষ্টি এলে দৃষ্টি মেলে

সবাই চেয়ে থাকে

মনের মাঝে যতন করে

হাজার ছবি আঁকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close